Friday, May 16, 2025

হাইড্রক্সিক্লোরোকুইন: চারটি সুবিধা এনে দিতে পারে ভারতকে, কী কী?

Date:

কোভিড ১৯ মোকাবিলায় উল্লেখযোগ্য হাইড্রক্সিক্লোরোকুইন। ভারত থেকে এই ওষুধ চাইছে সব দেশ। মোদি সরকারও কখনও হুমকির মুখে পড়ে আবার কখনও আবেদনে সাড়া দিয়ে ওষুধ পাঠাচ্ছে। বিরোধীরা এ নিয়ে প্রশ্ন তুলেছে। বলেছে যখন ঘরে ওষুধ দরকার তখন বিদেশে রফতানি করা হচ্ছে কেন? ভারতে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের প্রয়োজন বেশি পড়লে তখন কী হবে? বিশ্বকে সাহায্য করতে গিয়ে দেশের মানুষকে বিনা চিকিৎসায় মারা যাবে। কূটনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় সরকারের এই নীতির পিছনে বেশ কিছু কারণ। আছে মূলত চারটি কারণকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা।

প্রথমত: হাইড্রক্সিক্লোরোকুইনের বাড়তি চাহিদাকে কাজে লাগিয়ে আর্থিক মন্দার মধ্যেও কিছুটা লাভের মুখ দেখা।

দ্বিতীয়ত: বিশ্বে করোনা মোকাবিলায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করা।

তৃতীয়ত: করোনা চিকিৎসার সাজ-সরঞ্জাম আমদানির ক্ষেত্রে সুবিধা পাওয়া। দ্রুত হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মোদি সরকার। কেন্দ্রের আশা, এতে বিদেশ থেকে এন-৯৫ মাস্ক-সহ করোনা-মোকাবিলার সরঞ্জাম আমদানির ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে।

চতুর্থত: পশ্চিম এশিয়ার উপকূলবর্তী আরব দেশগুলিতে কাজ করছেন প্রায় ৮০ লক্ষ ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত। তাঁদের যাতে সেখানে কাজ হারাতে না হয় বা সমস্যায় পড়তে না হয়— সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী থেকে বিদেশমন্ত্রী ও বিদেশসচিব পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রেখে চলছেন।

সাউথ ব্লকের কর্তারাও এই যুক্তিগুলিকে সমর্থন জানিয়েছেন।

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version