Monday, August 25, 2025

হাইড্রক্সিক্লোরোকুইন: চারটি সুবিধা এনে দিতে পারে ভারতকে, কী কী?

Date:

কোভিড ১৯ মোকাবিলায় উল্লেখযোগ্য হাইড্রক্সিক্লোরোকুইন। ভারত থেকে এই ওষুধ চাইছে সব দেশ। মোদি সরকারও কখনও হুমকির মুখে পড়ে আবার কখনও আবেদনে সাড়া দিয়ে ওষুধ পাঠাচ্ছে। বিরোধীরা এ নিয়ে প্রশ্ন তুলেছে। বলেছে যখন ঘরে ওষুধ দরকার তখন বিদেশে রফতানি করা হচ্ছে কেন? ভারতে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের প্রয়োজন বেশি পড়লে তখন কী হবে? বিশ্বকে সাহায্য করতে গিয়ে দেশের মানুষকে বিনা চিকিৎসায় মারা যাবে। কূটনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় সরকারের এই নীতির পিছনে বেশ কিছু কারণ। আছে মূলত চারটি কারণকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা।

প্রথমত: হাইড্রক্সিক্লোরোকুইনের বাড়তি চাহিদাকে কাজে লাগিয়ে আর্থিক মন্দার মধ্যেও কিছুটা লাভের মুখ দেখা।

দ্বিতীয়ত: বিশ্বে করোনা মোকাবিলায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করা।

তৃতীয়ত: করোনা চিকিৎসার সাজ-সরঞ্জাম আমদানির ক্ষেত্রে সুবিধা পাওয়া। দ্রুত হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মোদি সরকার। কেন্দ্রের আশা, এতে বিদেশ থেকে এন-৯৫ মাস্ক-সহ করোনা-মোকাবিলার সরঞ্জাম আমদানির ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে।

চতুর্থত: পশ্চিম এশিয়ার উপকূলবর্তী আরব দেশগুলিতে কাজ করছেন প্রায় ৮০ লক্ষ ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত। তাঁদের যাতে সেখানে কাজ হারাতে না হয় বা সমস্যায় পড়তে না হয়— সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী থেকে বিদেশমন্ত্রী ও বিদেশসচিব পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রেখে চলছেন।

সাউথ ব্লকের কর্তারাও এই যুক্তিগুলিকে সমর্থন জানিয়েছেন।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version