এবার রাজ্যে রেশন-দুর্নীতি নিয়ে সরব হলেন রাজ্যপাল

এবার রাজ্যে রেশন-দুর্নীতি নিয়ে সরব হলেন রাজ্যপাল ৷ শনিবার সকালে এক টুইট-বার্তায় রাজ্যপাল বলেন, রেশন-দুর্নীতি গুরুতর জায়গায় পৌঁছে গিয়েছে৷ রেশন নিয়ে রাজনীতি করা অপরাধ৷ দুঃস্থ মানুষের হাতে বিনা পয়সার রেশন পৌঁছে রাজ্যকে সক্রিয় হতে বলেছেন তিনি৷ বলেছেন, এই রেশন নিম্নবিত্ত মানুষের জন্য৷ প্রশাসনকে দেখতে হবে তারাই যাতে পায়৷ যারা রেশন বিলি নিয়ে দুর্নীতি করছে, তাদের শাস্তি দেওয়া জরুরি৷ একইসঙ্গে বলেছেন, সংবাদমাধ্যমের সামনে নয়, করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাটিতে পা রেখে লড়তে হবে৷ এই পরিস্থিতিতে রাজনীতি করা অনুচিত৷

Previous articleকর্তব্যে অবিচল থাকার জন্য সংবাদমাধ্যমকে অভিনন্দন কলকাতার নগরপালের
Next articleসোনারপুর-বারুইপুরের বিস্তীর্ণ অঞ্চল “রেড জোন” হিসেবে চিহ্নিত! রাতারাতি ব্যারিকেড করলো প্রশাসন