করোনা মোকাবিলায় একাধিক জায়গায় তৈরি হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার। হাসপাতালের পাশাপাশি কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে স্টেডিয়ামও। এবার হুগলির হিন্দমোটরের একটি বেসরকারি কারখানায় তৈরি হল কোয়ারেন্টাইন সেন্টার। শনিবার কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করলেন হুগলি জেলাশাসক, চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার, পুরসভার পুরপ্রধান, মহকুমা শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। জেলাশাসক জানান, হুগলি জেলা তো বটেই দক্ষিণবঙ্গের সবথেকে বড় কোয়ারেন্টাইন সেন্টার এটা।
