তবে কি ক্রিকেট ছেড়ে ‘নৃত্যশিল্পী’ হওয়ার পথে ওয়ার্নার?

বিশ্বজুড়ে করোনা মহামারির প্রভাবে চলছে লকডাউন। হচ্ছেনা কোন খেলা। ক্রিকেটও বন্ধ। এমনকী যতদিন না পর্যন্ত কোনও নোটিশ আসছে ততদিন বন্ধ আইপিএল ২০২০।

কিন্তু লকডাউনে কীভাবে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা?

গতকাল ইনস্টাগ্রামে অভিনেত্রী অনুষ্কা শর্মা একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে তিনি তার স্বামী বিরাট কোহলিকে বলছেন, ‘কী করছো কোহলি চার মারো’। কিন্তু এই প্রশ্নের উত্তর কোহেলি দেননি। এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

রয়েছেন সঞ্জায় মঞ্জরেকার। তিনি বাড়ির কাজ করছেন।

বাদ যাননি ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ব্যস্ত ‘টিকটক’এ ভিডিও বানাতে। এবং ভিডিওটা বানাচ্ছেন তিনি তাঁর কন্যার সঙ্গে। অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘তিস মার খান’ ছবির ‘শিলা কী জওয়ানি’ গানে নাচতে ব্যস্ত তারা।

ডেভিড ওয়ার্নার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ,দয়া করে কেউ হেল্প করুন আমাদের।’