লকডাউনে কী কী বাড়তি ছাড় কেরালায়?

করোনা সংক্রমণ রুখতে ৩ মে পর্যন্ত জাতীয় লকডাউন চলছে। ২০ এপ্রিল মধ্যরাতের পর তার মধ্যে হটস্পট বাদ দিয়ে কিছু ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু কেরালা সরকার কেন্দ্রীয় ছাড়ের বাইরেও অতিরিক্ত কয়েকটি ছাড়ের ঘোষণা করার পর শুরু হয়েছে বিতর্ক। দেখে নেওয়া যাক, কেরালায় কোন কোন ক্ষেত্রে বাড়তি ছাড় ?

১) রেস্তোরাঁ খোলার অনুমতি। রাত সাতটা পর্যন্ত রেস্তোরাঁয় বসে খাওয়াদাওয়া করা যাবে।

২) সেলুন খোলার অনুমতি।

৩) বইয়ের দোকান খোলার অনুমতি।

৪) অল্প দূরত্বে জোড়-বিজোড় নীতিতে গণ-পরিবহন চালু।

৫) গাড়ির ব্যাকসিটে দুজনের বসার অনুমতি।

৬) দু-চাকার গাড়ি চালু।

Previous articleআলিপুরদুয়ারে কাদের প্ররোচনায় এই শেষকৃত্যে বাধার অশান্তি?
Next articleমিড ডে মিলেও দুর্নীতি! হাতেনাতে পাকড়াও গ্রামবাসীদের হাতে