Tuesday, August 26, 2025

কোন আইনে রাজ্যে কেন্দ্রীয় দল আসবে, মোদি-শাহের কাছে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

Date:

বিপর্যয় মোকাবিলা আইনের কোন ধারায় রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানোর কথা বলা আছে, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তা জানতে চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক টুইট-বার্তায় সোমবার মুখ্যমন্ত্রী বলেছেন, “কোন আইনের ভিত্তিতে কেন্দ্র বাংলায় কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, তা স্বচ্ছ নয়৷ এই বিষয়টি পরিষ্কার করা না হলে কেন্দ্রীয় দল পাঠানোর এই সিদ্ধান্ত দেশের ‘ফেডারেল’ কাঠামোর পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছে৷” একইসঙ্গে মুখ্যমন্ত্রী কঠোরভাবেই বলেছেন, ” কিসের ভিত্তিতে কেন্দ্র এই ঘোষণা করেছে, তা স্বচ্ছতার সঙ্গে জানানো না হলে এ বিষয়ে রাজ্য অগ্রসর হবে না৷”

এই প্রসঙ্গে পর পর দু’টি টুইট করে মুখ্যমন্ত্রী বলেছেন, ” করোনা-যুদ্ধে কেন্দ্রের সব ধরনের পরামর্শ এবং সহযোগিতাকে সব সবসময়ই স্বাগত জানিয়ে চলেছে রাজ্য৷ কিন্তু কেন্দ্রীয় দল রাজ্যে পাঠানোর সিদ্ধান্তে অভাব রয়েছে স্বচ্ছতার”৷

প্রসঙ্গত, এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র একটি টুইটে বলেছে, “কলকাতা-সহ ৭ জেলা ‘উদ্বেগজনক’৷ পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল৷” ওই টুইটে কেন্দ্র বলেছে, “কলকাতা, হাওড়া ছাড়া বাংলার আরও ৫ জেলার করোনা-পরিস্থিতি গুরুতর বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার”৷ এই পরিস্থিতি নিয়েই উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এ রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে৷ ওই টুইটের উত্তরেই রাজ্যের মুখ্যমন্ত্রী “ফেডারেল কাঠামো লঙ্ঘন করার” অভিযোগ তুলেছেন৷

 

Related articles

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...
Exit mobile version