করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে উঠে এলো নতুন তথ্য। গবেষকদের দাবি, জলের মাধ্যমেও ছড়াতে পারে করোনাভাইরাস।

পরিবেশ বিজ্ঞান বিষয়ক একটি পত্রিকায় গবেষকরা তাঁদের আশঙ্কার কথা প্রকাশ করেছেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের হাইঝোউ লি ও ইতালির সালের্নো বিশ্ববিদ্যালয়ের ভিনসেঞ্জো নাদিওর জানিয়েছেন, জল পরিশোধনের সময়ে জলকে করোনামুক্ত করা যায় কিনা তা নিয়ে আরও পরীক্ষা করতে হবে।

তবে জল থেকে করোনা সংক্রমণ হতে পারে তার কোনও প্রমাণ মেলেনি। রসায়নবিদ ও অনুজীববিদদের যৌথ ভাবে গবেষণা করা উচিত বলে মত সংশ্লিষ্ট গবেষকদের। জলের মাধ্যমে করোনাভাইরাস সংক্রামিত হলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ।
