লকডাউনের মধ্যেও মদের কারখানার গুদাম ঘর খুলে ট্রাক বোঝাই করে বাইরে সরবরাহ করার অভিযোগে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুরে কোচবিহার ২ নম্বর ব্লকের গোপালপুর এলাকায় ওই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ৩ দিন ধরে ট্রাক বোঝাই করে মদ সরবরাহ করা হচ্ছিল। এদিন ওই মদের কারখানায় শ্রমিকরা জড়ো হন। খোলা হয় গুদাম ঘর। এরপরেই গ্রামবাসীরা জোট বেধে গুদাম ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। কোচবিহার–আলিপুরদুয়ার রোডে টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। এতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে শ্রমিকরা চলে গেলে গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেন।