সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কল্পতরু অভিযানে নামার আগে বুঝতেও পারেননি তাঁর সংসদীয় এলাকার কয়েক লক্ষ মানুষ এভাবে তাঁর মুখের দিকে চেয়ে আছেন। কথা দিয়েছিলেন ডায়মন্ডহারবার কেন্দ্রে প্রতিদিন কম করে ৪০হাজার মানুষের হাতে খাবার তুলে দেবেন।কল্পতরুর নবম দিনে ‘টিম অভিষেক’ খাবার পৌঁছে দিল ১,৩১,৭৫৩ জনের হাতে। অর্থাৎ পরিকল্পিত সংখ্যার চাইতে প্রায় সাড়ে তিন গুণ বেশি মানুষের কাছে! বিগত ৯দিনে মোট ৮,৪৩,০৯৭জনের কাছে। করোনায় অসহায় মানুষের সেবায় কোনও সাংসদের নেতৃত্বে এমন মানবিক কর্মসূচি দেশে আর দ্বিতীয়টি হয়েছে বলে জানা নেই, এক অর্থে বিরল। আপাতত সংসদীয় ইতিহাসের পাতা খুলে এমন সামাজিক কর্মসূচি আর দেখা যাচ্ছে না।

ডায়মণ্ডহারবার সংসদীয় এলাকার সাতটি বিধানসভা জুড়ে লকডাউনে অসহায় ও দরিদ্র মানুষের বাড়িতে গিয়ে খাবার তুলে দিচ্ছে ‘টিম অভিষেক’। ১২ এপ্রিল থেকে শুরু হয়েছে। বিরাট কর্মযজ্ঞ। অথচ, কোথাও এতটুকু সমস্যা নেই। মানুষ বাড়িতে বসেই এই অসময়ে পাচ্ছেন জীবনধারণের রসদ। একজন তরুণ জনপ্রতিনিধির কাছ থেকে এর চাইতে আর কী চাহিদা থাকতে পারে মানুষের!
