Wednesday, December 3, 2025

পালঘরের আক্রান্ত ও হামলাকারীরা একই সম্প্রদায়ের, জানালেন মহারাষ্ট্রের পুলিশমন্ত্রী

Date:

“পালঘরের হামলাকারী ও আক্রান্তরা একই সম্প্রদায়ের। এই ঘটনা নিয়ে যারা সমাজে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে তাদের ওপর কড়া নজর রাখা হচ্ছে।”

মহারাষ্ট্রের পালঘরে ২ সন্ন্যাসীকে পিটিয়ে মারার ঘটনার প্রেক্ষিতে এ কথা জানালেন ওই রাজ্যের
পুলিশমন্ত্রী তথা NCP নেতা অনিল দেশমুখ। তিনি বলেছেন, ” ২ সন্ন্যাসীকে পিটিয়ে মারার ঘটনাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা হচ্ছে৷” তিনি জানিয়েছেন, যারা একাজ করছে তাদের ওপর কড়া নজর রাখছে মহারাষ্ট্র সাইবার সেল। যে-ই উসকানি দিক, তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।” দোষীদের শাস্তি নিশ্চিত করতে যাবতীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

পুলিশমন্ত্রী বলেছেন, “এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১০১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের ৩০ এপ্রিল পর্যন্ত হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা। ৯ জন নাবালককে পাঠানো হয়েছে জুভেনাইল হোমে।সন্ন্যাসীদের পিটিয়ে মারার ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।”

গত বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রে পালঘর জেলার গড়চিঞ্চলে গ্রামে শিশুচুরির অভিযোগে ২ সন্ন্যাসীকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে মারে প্রায় শ’খানেক গ্রামবাসী। প্রায় ১০০ গ্রামবাসী সশস্ত্র অবস্থায় সন্ন্যাসীদের আক্রমণ করে বলে অভিযোগ। মৃত ২ সন্ন্যাসীর মধ্যে ১ জনের বয়স ৭০ বছর।
পালঘরের জেলাশাসক জানিয়েছেন, ‘সন্ন্যাসীরা কান্দিভলি থেকে এসেছিলেন বলে মনে করা হচ্ছে। তাঁরা সুরাত যাচ্ছিলেন। পথে আক্রমণের শিকার হন। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত ঘোষণা করা হয়।”

Related articles

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...
Exit mobile version