কেন্দ্রীয় প্রতিনিধি দলকে আটকাতে BSF সদর দফতর ঘিরে ফেলে কড়া নজরদারি পুলিশের

করোনা মোকাবিলার মধ্যেই কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে। আজ, মঙ্গলবার সকাল থেকেই কলকাতা পুলিশের পক্ষ থেকে নজরবন্দি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলকে। এদিন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল দক্ষিণ কলকাতার গুরুসদয় রোডে BSF আধিকারিকদের সঙ্গে দেখা করতে সেখানে যান। পুলিশ খবর পেয়েই BSF হেড কোয়াটার্স চত্বর কার্যত ঘিরে ফেলে। যাতে ওই দল সেখান থেকে বেরিয়ে কোথাও ঘোরাঘুরি করতে না পারে।

উল্লেখ্য, গতকালই মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়ে ছিলেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল যদি কারণ দর্শাতে না পারে, তাহলে তাদেরকে বাইরে যেতে দেওয়া হবে না। ঠিক সেইরকম ভাবে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট-এর ৩৫ সেকশনের নির্দেশিকা অনুযায়ী তারা এসেছেন।

আজ, মঙ্গলবার সকালবেলা রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট বার্তায় রাজ্য সরকারকে উদ্দেশ করে জানিয়ে ছিলেন, তারা যেন এই প্রতিনিধি দলকে সাহায্য করে। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্র এবং রাজ্য সংঘাত কার্যত চরমে।

Previous articleচিন সম্পর্কে ট্রাম্পের অবস্থান সঠিক, মত ডাঃ নাদিয়া স্ক্যাডলোর
Next articleমৃত্যুদিনে নিজের লেখা পড়ে ‘নতুন বৌঠান’ কাদম্বরীকে স্মরণ রঞ্জনের