Monday, August 25, 2025

Breaking : গত ২৪ ঘণ্টায় ৭৮ র‍্যাপিড টেস্টে পজিটিভ মাত্র ২ জন, জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর

Date:

স্বস্তির খবর শুনিয়েছে এ রাজ্যের স্বাস্থ্য দফতর৷

গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ সোমবার, রাজ্যে যে ৭৮টি র‍্যাপিড টেস্ট বা Rapid Antibody Test করা হয়েছে তার মধ্যে মাত্র ২ জনের ফল পজিটিভ এসেছে।

মঙ্গলবার সকালে এমনই জানাল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।

রাজ্যের হাতে দিল্লি থেকে পাঠানো র‍্যাপিড অ্যান্টিবডি টেস্টের কিট আসামাত্রই সোমবার থেকে র‍্যাপিড টেস্ট শুরু করে স্বাস্থ্য দফতর।

কলকাতা বেলগাছিয়া বস্তি আর হাওড়ার বেশ কিছু অঞ্চলে প্রথমেই এই পরীক্ষা চালানো হয়।

সেই টেস্টের ফলাফলই মঙ্গলবার টুইট করে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। টুইটে বলা হয়েছে, “গতকাল ৭৮টি র‍্যাপিড টেস্ট করা হয়েছে। হাওড়ায় ৬৪ এবং কলকাতায় ১৪টা। এর মধ্যে মাত্র ২ জনের ফল পজিটিভ এসেছে৷ ওই ২জনই কলকাতার।”

যে ২জনের রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁরা আদৌ করোনা- সংক্রমিত কি না, সে বিষয়ে কিছু জানায়নি স্বাস্থ্য দফতর।
র‍্যাপিড টেস্টের ফল পজিটিভ এলে ধরে নেওয়া হয়, সংশ্লিষ্ট ব্যক্তির শরীরে ভাইরাসের উপস্থিতি রয়েছে। তবে সেটা আদৌ করোনা’র ভাইরাস কি না, তা জানার জন্য লালারস পরীক্ষা বাধ্যতামূলক৷
প্রসঙ্গত, সোমবার রাজ্যের মুখ্যসচিব জানিয়েছিলেন, র‍্যাপিড টেস্টের অনুকরনেই মালদহে ৫৯ জনের করোনা-পরীক্ষা হয়েছিল, সব রিপোর্টই নেগেটিভ এসেছে।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version