Friday, November 14, 2025

রাজপথে নেমে লকডাউন পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

Date:

লকডাউন সফল করতে প্রথম থেকেই তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দফায় দফায় নবান্নে রাজ্যের সবস্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বারবার ভিডিও কনফারেন্স করেছেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। বাজার পরিদর্শনে গিয়েছেন। গিয়েছেন হাসপাতালে। এবার সরাসরি মহানগরের রাজপথে নেমে পরিস্থিতি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার দুপুরের পর থেকেই শহরের বিভিন্ন অংশে ঘোরেন তিনি। প্রথমে যান তপসিয়া। সেখান থেকে পার্ক সার্কাস ও সেখান থেকে মুখ্যমন্ত্রী যান রাজাবাজারে।

সব জায়গায় লকডাউন মেনে চলার জন্য এলাকাবাসীর কাছে আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। নোভেল করোনাভাইরাসের মোকাবিলায় দেশ জুড়ে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। এদিন মুখ্যমন্ত্রী পার্ক সার্কাসে গিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার নির্দেশেই লকডাউন চলছে। করোনা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। কোনও অসুবিধা হলে পুলিশকে জানান। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে”।
লকডাউনের জেরে বহু মানুষের অসুবিধা হচ্ছে, একথা স্বীকার করে করোনা মোকাবিলায় প্রশাসনকে সব রকমভাবে সাহায্যের আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকেও ওই এলাকায় কারও কোনও অসুবিধা হলে দ্রুত সাহায্য করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...
Exit mobile version