ঘন বসতিপূর্ণ বস্তি করোনা সংক্রমণের কারণ, স্থপতিদের তোপ রতন টাটার

শহরের উন্নয়নের অবশিষ্ট অংশ হিসেবে তৈরি করা হয়েছে বস্তি। এই বলে নির্মাতা ও স্থপতিদের তোপ দাগলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা। তিনি বলেন, বস্তি অঞ্চলের বাসিন্দারা বিশুদ্ধ বাতাসের স্বাদ পান না। খোলা জায়গাও নেই। ফলে করোনা সংক্রমণ হচ্ছে অতি দ্রুত।

অনলাইনে এক আলোচনায় বসেন রতন টাটা। স্থাপত্যবিদ্যা
নিয়ে নিজের ভালোলাগার কথা বলেন তিনি। ওই আলোচনায় তিনি তুলে ধরেন, বস্তি এলাকার বাসিন্দাদের ২০-৩০ কিমি দূরে সরিয়ে নেওয়া হয়েছে। সেই অঞ্চলে তৈরি হয়েছে আবাসন। অথচ যাদের উৎখাত করা হয়েছে তাদের জন্য কোনও কর্মসংস্থানের সুযোগ করা হয়নি। ঘন বসতিপূর্ণ অঞ্চল করোনা সংক্রমণের অন্যতম কারণ।

Previous articleকরোনা আতঙ্কের মাঝেই সরকারি কর্মীদের স্বস্তি দিল নবান্ন
Next articleকরোনা-মুক্ত হয়ে সুস্থ হওয়া রোগীর হার ভারতে ক্রমশ বাড়ছে