করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে শিলিগুড়িতে কেন্দ্রীয় প্রতিনিধি দল

করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। বুধবার শিলিগুড়ির এসএসবি ক্যাম্পে যান কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। এদিন তাঁদের সঙ্গে দেখা করেন জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার অজিত রঞ্জন বর্ধন। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কোয়েরেন্টাইনে যারা আছেন তাঁদের সম্পর্কে খোঁজ খবর নেন প্রতিনিধি দল। পাশাপাশি লকডাউন কেমন চলছে তাও জানতে চান তাঁরা। আইসোলেশন ওয়ার্ড সম্পর্কে বিস্তরিত খোঁজ নেয় প্রতিনিধি দল। যদিও এসব নিয়ে কেউ মুখ খুলতে চাননি।