চিন থেকে ভারতে হাজারের বেশি বিদেশি কোম্পানি। শোনা যাচ্ছে, নিজেদের ব্যবসা গুটিয়ে ভারতে আসতে চাইছে তারা। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করেছে সংশ্লিষ্ট কোম্পানিগুলি।

দেশে নতুন কোম্পানি এলে কাজের সন্ধান পাবেন অনেকে। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই কোম্পানির মধ্যে রয়েছে মোবাইল, ইলেক্ট্রনিক্স, মেডিকেল ডিভাইস, টেক্সটাইলস তথা সিনথেটিক ফেবরিক্স এর। জানা গিয়েছে,
ভারতকে বৈকল্পিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে দেখে সংশ্লিষ্ট কোম্পানিগুলি। কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক জানান, “এখন প্রায় ১ হাজার কোম্পানি প্রমোশনাল সেল, কেন্দ্রীয় সরকারের একাধিক বিভাগ আর রাজ্য সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে।”
