এবার আরও এক রাষ্ট্রপ্রধান গেলেন কোয়ারেন্টাইনে। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, করোনা সংক্রমণের আশঙ্কায় কোয়ারেন্টাইনে সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান। কয়েকদিন আগেই এক ব্যবসায়ীর ছেলে করোনা-ত্রাণ তহবিলে এক কোটি টাকা দান করেন। তিনি সেটা তুলে দেন পাক প্রধানমন্ত্রীর হাতে। পরে ওই ব্যক্তির ফ্লু-র উপসর্গ দেখা দেয়। তাঁর কোভিড ১৯ পরীক্ষা হয় এবং সেই রিপোর্ট পজিটিভ আসে। ওই তরুণের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়া পরেই কোয়ারান্টাইনে যান ইমরান খান। সংবাদমাধ্যম সূত্রে খবর তিনি সুস্থই আছেন।
