করোনাভাইরাসের উত্‍পত্তি কোথায় জানালো হু

করোনাভাইরাসের উৎপত্তি চিনের গবেষণাগারে হয়নি। এই ভাইরাসের উৎপত্তি বাদুড় থেকে। জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একইসঙ্গে চিনের গবেষণাগারে ভাইরাসের উৎপত্তি হয়েছিল বলে যে অভিযোগ করা হয়েছে তাকেও নাকচ করে দিল হু।

করোনার উৎপত্তি নিয়ে চিনকে কোণঠাসা করেছে আমেরিকা সহ একাধিক দেশ। এমনকী সংশ্লিষ্ট গবেষণাগার তদন্ত করতে চেয়েছে ট্রাম্প সরকার। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সব প্রমাণ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে জৈব গবেষণাগার নয় বাদুড়ের মাধ্যমেই করোনাভাইরাস ছড়িয়েছে।

Previous articleসম্ভবত বৃহস্পতিবারই মানবদেহে কোভিড ১৯ ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ
Next articleসংক্রমণের আশঙ্কা: কোয়ারেন্টাইনে ইমরান খান