কোচবিহার দিনহাটা ২ নম্বর ব্লকের গোবরাছাড়া নয়ারহাট গ্রাম। গ্রাম পঞ্চায়েত এলাকার একটা বড় অংশ রয়ে গেছে কাঁটাতারের ওই পারে বাংলাদেশের দিকে। সেখানেও সাধারণ মানুষের বাস। তাঁদের খাবার নেই। রেশন অনেক দূরের ব্যাপার। বুধবার তাঁদের হাতে খাবার তুলে দিলেন গোবরাছাড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ বেগম। তাঁর এই উদ্যোগে সহযোগিতা করে সীমান্তরক্ষী বাহিনীরা। অঞ্চলের বাসিন্দাদের চাল, ডাল, বিস্কুট, ডিম, সোয়াবিন দেওয়া হয়। একই সঙ্গে গ্রামবাসীদের পরিবেশ পরিষ্কার রাখতে এবং দূরত্ব বজায় রাখতে বলা হয়।

প্রসঙ্গত, প্রথমে ভূখণ্ডটি ছিল ছিট মহল। কাঁটাতার তৈরি হয়ে গেছে অনেক আগেই। তারপরে ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে সম্পূর্ণ এলাকাটি এসেছে ভারতের মাটিতে। কাঁটাতার কিন্তু রয়ে গিয়েছে। সেই সব মানুষদের পাশে এসে দাঁড়ালেন মমতাজ বেগম।
