বাস্তবের ‘সিংঘাম’দের জন্য ৮টি হোটেলে প্রতিদিন খাওয়ার বন্দোবস্ত করলেন রোহিত শেট্টি

করোনার থাবা রুখতে গোটা দেশে চলছে লকডাউন। এই সময় যখন সকলে যখন গৃহবন্দি, ঠিক তখনই পরিবার-পরিজন ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে রাতদিন এক করে দায়িত্ব পালন করছেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন। তাদের মধ্যে রয়েছেন খাঁকি উর্দিধারী পুলিশ কর্মীরাও।

ফিল্মি দুনিয়ায় পুলিশকে নিয়ে একাধিক সিনেমা বানিয়েছেন বলিউডের শীর্ষ পরিচালক রোহিত শেট্টি। তার মধ্যে মারাত্মক জনপ্রিয়তা পেয়েছে অজয় দেবগন অভিনীত সিংঘাম। এবার লকডাউন পরিস্থিতিতে বাস্তবের ”সিংঘাম”দের পাশে দাঁড়ালেন রোহিত। মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে ৮টি হোটেলে কর্মরত পুলিশ কর্মীদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত খাবারের ব্যবস্থা করলেন তিনি। এইভাবে পাশে দাঁড়ানোর জন্য পরিচালক রোহিত শেঠিকে মুম্বই পুলিশের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Previous articleশ্রীরামপুর-ডানকুনির বাসিন্দাদের সম্পূর্ণ “গৃহবন্দি” করল প্রশাসন
Next articleবিরাট থেকে দাদি, কী বললেন?