Monday, November 17, 2025

কুমারেশ রায়

চন্দনা মেমোরিয়াল ট্রাস্ট কলকাতা’র উদ্যোগে “দীন”এর ‘আহার’ কর্মসূচির আয়োজন করা হল। আজ ২১ এপ্রিল বিকেলে নিউ ব্যারাকপুর পুরসভার সাউথ কোদালিয়ার ‘শ্রীকৃতি’ ভবনে এলাকার দু:স্থ মহিলাদের হাতে চাল, ডাল, আটা, সর্ষের তেল, আলু ইত্যাদি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
সরকারি নির্দেশ ও টিকিৎসকদের পরামর্শ যথাযথভাবে মেনে মাস্ক সহ এক মিটার দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী দু:স্থ মহিলাদের হাতে তুলে দেন সংস্হার কর্ণধার নূপুর সাহা। তিনি বলেন, করোনা মহামারীর আকার নিয়েছে । এর ফলে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও লকডাউন চলছে। কিন্তু দুঃস্থ খেটে-খাওয়া মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন। অনেকের ঠিকমতো খাবার জুটছে না। বর্তমান পরিস্থিতিতে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা আমাদের মানবিক কর্তব্য। চন্দনা মেমোরিয়াল ট্রাস্ট (কলকাতা), সবসময় এই ধরনের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চায়। তিনি আরও বলেন, “দীন’এর ‘আহার’ কর্মসূচির অধীনে পর্যায়ক্রমে এলাকার ৫০জন করে দুঃস্থ মহিলাদের সাহায্য করা হবে। এরকম একজন দুঃস্থ পৌঢ়া রেখা ঘোষ বলেন, “লকডাউনে আমাদের কষ্টের কথা জেনে ট্রাস্ট যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য আমরা সর্বাত্মক ভাবে কৃতজ্ঞ”। এই কথা বলার সময় পরিচারিকার কাজ হারানো রত্নার চোখে জল পড়তে দেখা যায়। খুবই কষ্টের মধ্যে থেকেও এই যৎসামান্য সাহায্য তাদের বাঁচার রসদ জোগাবে বেশ কিছু দিনের জন্য, এমনই মত স্থানীয় বাসিন্দাদের । সকলের মুখে এক কথা, “চন্দনা মেমোরিয়াল ট্রাস্ট” আমাদের মতো গরীবদের সাথে, গরীবদের পাশে আছে, এটা কম গর্বের নয়। উল্লেখ্য, এই ট্রাস্টটি ২০১৯ সালের এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ সরকারের সোসাইটিস অ্যাক্ট,১৯৬১ দ্বারা নিবন্ধীকৃত। এটি মূলত নারী ও শিশু কল্যাণে নিয়োজিত একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন। এর আগে শিশু শিল্পী অণ্বেষণ কর্মসূচি, বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান, দুঃস্থ ও অনগ্রসর শিশুদের জন্যে “সব পেয়েছির আসর”, দুঃস্থ মহিলাদের জন্য ‘বিউটিশিয়ান সামার কোর্স’, “অন্নোদয় যোজনা” ইত্যাদি কর্মসূচি সাফল্যের সাথে রূপায়িত করেছে। আগামীদিনে “মাতৃমঙ্গল”ক্যারাটে প্রশিক্ষণ কর্মসূচি “দূহিতা” , শিশুদের জন্য কাউন্সেলিং প্রোগ্রাম “মনের কথা” সহ নানা ধরনের কর্মসূচি রূপায়ণে দায়বদ্ধ থাকবে এই সংস্থা । কারণ- বিশ্বাস, ভালোবাসা আর সাফল্য চন্দনা মেমোরিয়াল ট্রাস্ট এর মূলমন্ত্র। ট্রাস্ট-এর পক্ষ থেকে সকলকে সতর্কতা মেনে ঘরে থেকে লকডাউনকে সফল করার জন্য বার্তা দেওয়া হয়।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version