Monday, November 17, 2025

বীরভূম এবং ঝাড়খণ্ড সীমানা পরিদর্শন করলেন বর্ধমান রেঞ্জের আইজি ভরতলাল মিনা। বৃহস্পতিবার, বীরভূম সফরে গিয়ে তিনি আন্তঃরাজ্য সীমানায় নাকা চেকিং ব্যবস্থা খতিয়ে দেখেন। পাশাপাশি, ঝাড়খণ্ডের কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গেও কথা বলেন। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার শ্যাম সিং সহ অন্যান্য আধিকারিকরা।
রাজ্য পুলিশের বর্ধমান রেঞ্জের আইজি ভরতলাল মিনা এদিন বীরভূম জেলায় যান। তিনি সিউড়ি ও মহম্মদ বাজার থানা এলাকার সীমানা ঘুরে দেখলেন। প্রথমে তিনি সিউড়ি থানার দিঘুলি পরিদর্শন করেন। পরে ছাগলকুরিতে যান। ওই দুটি জায়গায় যে পুলিশি ব্যবস্থা এবং অস্থায়ী বাঙ্কার রয়েছে সেগুলি দেখেন। আইজি কথা বলেন, ঝাড়খণ্ড রাজ্যের কর্তব্যরত পুলিশের সঙ্গে। তিনি জানতে চান তাদের পক্ষ থেকে সীমানা পারাপার বন্ধ করতে কী কী ব্যবস্থা রয়েছে? কতক্ষণ ডিউটি করেন তাঁরা? একই সঙ্গে বীরভূম পুলিশের সঙ্গে তাঁদের কথা হয় কি না তাও জানতে চান। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সঙ্গে ঝাড়খণ্ড সীমানায় বারোটি স্থায়ী নাকা চেকিং পয়েন্ট রয়েছে। এছাড়াও বর্তমান লকডাউন পরিস্থিতিতে বেশ কয়েকটি অস্থায়ী নাকা চেকিং করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।
সাধারণ মানুষের যাতায়াত বন্ধ থাকলেও অসুস্থতার ক্ষেত্রে প্রবেশে মানবিক কারনে ছাড় দেওয়া হয়েছে। বর্ধমান রেঞ্জের আইজি ভরতলাল মিনা বলেন,” করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যে লকডাউন চলছে তাতে বীরভূম জেলার সঙ্গে ঝাড়খন্ড রাজ্যের আন্তঃরাজ্য সীমানা আছে তার নাকা চেকিং ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। এছাড়া চিকিৎসার জন্য যারা ওই রাজ্য থেকে এই জেলাতে আসছেন তা নিয়ম মেনেই পদক্ষেপ করা হচ্ছে”।

Related articles

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি লুকে ম্যাথাউজ, কলকাতার ক্রীড়াপ্রেমে মুগ্ধ জার্মান কিংবদন্তি

একদিনের ঝটিকা সফরে কলিকাতা এসেছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। রবিবার সারাদিন ঠাসা কর্মসূচি ছিল জার্মানির বিশ্বকাপ...

দার্জিলিং-এ কেন্দ্রের ‘হস্তক্ষেপ’: তীব্র প্রতিবাদ জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর

রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে পাহাড়ে গোর্খাল্যান্ড নিয়ে আলোচনার জন্য  ‘ইন্টারলোকিউটর’ বা মধ্যস্থতাকারী নিয়োগ করা নিয়ে সংঘাত চরমে উঠল।...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের: ‘একপক্ষের শুনানি’তে একই সাজা আসাদুজ্জামানের

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায়ে দোষী সাব্যস্ত। সেই সঙ্গে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হল।...

‘নিয়মের বাইরে’ কাজের চাপ: এবার আন্দোলনে CEO দফতরে রাজ্যের BLO-রা

যেন কোনও যাদুকাঠির ছোঁয়ায় এক মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা তৈরির কাজ হয়ে যাবে। ঠিক এভাবেই...
Exit mobile version