Saturday, May 17, 2025

বণিকসভার প্রাসঙ্গিক আলোচনা, ভারতে ডিজিটাল-লেখাপড়া অন্য দেশের তুলনায় বাড়বে

Date:

কোভিড–১৯ শিক্ষা ব্যবস্থায় একটা বড় পরিবর্তন এনেছে। প্রযুক্তির বড় ভূমিকা দেখা যাচ্ছে পরিবর্তিত এই সময়ে। ক্লাসরুম এসেছে ঘরে৷

এই বিষয়টি আরও ভাল করে বোঝাতে দ্য বেঙ্গল চেম্বার এক ওয়েবিনারের আয়োজন করেছিল৷ বিষয় ছিলো, “লার্ন, লিড অ্যান্ড লিঙ্ক আপ:‌ নলেজ কামস ক্লোজার উইথ সোশ্যাল ডিসট্যান্সিং”। অংশ নিয়েছিলেন একঝাঁক বিশিষ্ট শিক্ষাবিদ।
BCCI-এর শিক্ষা বিষয়ক কমিটির চেয়ারপার্সন ড.‌ সুবর্ণ বসু এদিন বলেন, ‘‌করোনা শিক্ষাবিদদেরও এক বড় জিনিস শিখিয়ে গেল। আমরা যেন দশ বছর এগিয়ে গেলাম।’‌ মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্রের কথায়, ‘‌অনলাইন শিক্ষায় জোর দিলে বিশ্বের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে আরও বেশি বিদেশি পড়ুয়া ভর্তির সুযোগ তৈরি হবে। তবে সেখানে আন্তর্জাতিক মানের ডিজিটাল লেখাপড়ার উপাদান থাকতে হবে৷। জেআইএস গ্রুপের ডিরেক্টর সিমরপ্রীত সিং বলেছেন, এই কঠিন সময় সামলানো শিক্ষকদের পক্ষে খুব অসুবিধার নয়। এ দেশে ডিজিটাল লেখাপড়া অন্য দেশের তুলনায় ১০-২০ গুণ বাড়বে। লা মার্টিনিয়ার ফর গার্লসের অধ্যক্ষা রূপকথা সরকার বলেছেন, “এখন অনলাইন শিক্ষা ব্যবস্থার গ্রহণযোগ্যতা বেড়ে গিয়েছে। অনলাইন শিক্ষা ব্যবস্থাই থাকবে। নতুন এই ব্যবস্থার সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে।’‌ ভবানীপুর এডুকেশন সোসাইটির ভাইস চেয়ারম্যান মিরাজ দিগ্বিজয় শাহ’র বক্তব্য ‘‌কোভিড–১৯ শিখিয়ে দিলো ব্লেন্ডেড লার্নিং এবং ডিজিটাল মঞ্চ ব্যবহার করার কাজে ভারত অন্য দেশের তুলনায় ১০ বছর এগিয়ে। বেঙ্গালুরুর আইইএইচএমের পড়ুয়া অমনজিৎ কৌর অন্য বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, “এর অনেক ভাল দিক থাকলেও কিছু খারাপ দিকও রয়েছে। প্রধান সমস্যা হল নেটওয়ার্ক। সবার ওয়াই–ফাই নেই। সেই বিষয়টি কি ভাবে উন্নত করা যায় সেটা সকলকে দেখতে হবে।আইআইএইচএমের অধ্যাপক ডেভিড ফসকেট বলেন, ‘‌তরুণ প্রজন্ম ডিজিটাল মাধ্যমে সড়গড়। তরুণ প্রজন্ম যেভাবে শিখছেন, শিক্ষকদের সেভাবে নিজেদের তৈরি করতে হবে।
ব্রিটিশ কাউন্সিলের লার্নিং অ্যান্ড সার্ভিসের অধিকর্তা ড.‌ অ্যান্থোনিয়াস রঘুবংসি, ব্রিটিশ কাউন্সিলের অধিকর্তা দেবাঞ্জন চক্রবর্তী, শিক্ষায়তন ফাউন্ডেশনের মহাসচিব এবং সিইও ব্রততী ভট্টাচার্য, ব্রিটেনের শেফিল্ড হালেম বিশ্ববিদ্যালয়ের ড.‌ ডেভিড গ্রাহাম প্রমুখ বিশিষ্ট শিক্ষাবিদ এই আলোচনায় অংশ নেন৷
অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন দ্য বেঙ্গল চেম্বারের শিক্ষা বিষয়ক কমিটির সদস্য সুমিত দাশগুপ্ত।

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version