Saturday, August 23, 2025

সংবাদমাধ্যমের স্বাধীনতা: বিশ্বের ১৮০টি দেশের তালিকায় ভারতের স্থান এখন ১৪২

Date:

Freedom of Press বা সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে আরও দু’ধাপ নীচে নামল ভারত। ২০১৯-এ ছিলো ১৪০-এ, এখন ১৪২ নম্বরে৷

প্রতি বছরের মতো এ বারেও সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে ১৮০টি দেশের তালিকা প্রকাশ করেছে ‘Reporters Without Borders’ বা ‘রিপোর্টারস উইদাউট বর্ডারস’ সংস্থা ৷ ওই তালিকায় আছে দুনিয়ার ১৮০টি দেশ৷ সেই তালিকায় ভারতের র‍্যাঙ্ক এখন ১৪২ নম্বর৷ গত বছর প্রকাশিত এই তালিকায় ভারতের স্থান ছিল ১৪০। চলতি বছরে আরও খারাপ হল।

তালিকায় এই নিয়ে পর পর ৪ বছর ধরে প্রথম স্থানে রয়েছে নরওয়ে৷ গত ৪ বছর ধরেই শীর্ষস্থান ধরে রেখেছে তারা। তালিকার শেষ নাম উত্তর কোরিয়া ।

তালিকায় ভারতের স্থান আরও দু’ ধাপ নেমে যাওয়ার পেছনে গত বছর কাশ্মীরে বিশেষ মর্যাদা তুলে দেওয়ার ঘটনা সম্পর্কিত বলেই মন্তব্য করেছ ‘রিপোর্টারস উইদাউট বর্ডারস।’
২০১৯- এ কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করার পর থেকেই ওই রাজ্যজুড়ে অচলাবস্থা নেমে আসে। যোগাযোগের সমস্ত মাধ্যম বন্ধ করে দেওয়া হয়৷ বন্ধ হয় ইন্টারনেট পরিষেবা। গোটা কাশ্মীর জুড়ে জারি করা হয় অনির্দিষ্ট কালের জন্য অলিখিত লকডাউন।

এই রিপোর্টে বলা হয়েছে, সাংবাদিকতার ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে। কঠিন হয়ে দাঁড়ায় কাশ্মীরের খবর গোটা দেশে স্বাধীন ভাবে প্রকাশ করা। রিপোর্টে এই ব্যাপারটির উল্লেখ আছে বিশেষ গুরুত্ব দিয়েই৷ সদ্য প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতে সাংবাদিকদের ওপর রাজনৈতিক চাপ, পুলিশি অত্যাচার দিনের পর দিন বাড়ছে৷ এর ফলে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে যথেষ্ট অসুবিধা হচ্ছে।সাংবাদিকতার ক্ষেত্রে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতিও সমানভাবে দায়ী বলে রিপোর্টে বলা হয়েছে৷

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version