Saturday, November 15, 2025

সংবাদমাধ্যমের স্বাধীনতা: বিশ্বের ১৮০টি দেশের তালিকায় ভারতের স্থান এখন ১৪২

Date:

Freedom of Press বা সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে আরও দু’ধাপ নীচে নামল ভারত। ২০১৯-এ ছিলো ১৪০-এ, এখন ১৪২ নম্বরে৷

প্রতি বছরের মতো এ বারেও সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে ১৮০টি দেশের তালিকা প্রকাশ করেছে ‘Reporters Without Borders’ বা ‘রিপোর্টারস উইদাউট বর্ডারস’ সংস্থা ৷ ওই তালিকায় আছে দুনিয়ার ১৮০টি দেশ৷ সেই তালিকায় ভারতের র‍্যাঙ্ক এখন ১৪২ নম্বর৷ গত বছর প্রকাশিত এই তালিকায় ভারতের স্থান ছিল ১৪০। চলতি বছরে আরও খারাপ হল।

তালিকায় এই নিয়ে পর পর ৪ বছর ধরে প্রথম স্থানে রয়েছে নরওয়ে৷ গত ৪ বছর ধরেই শীর্ষস্থান ধরে রেখেছে তারা। তালিকার শেষ নাম উত্তর কোরিয়া ।

তালিকায় ভারতের স্থান আরও দু’ ধাপ নেমে যাওয়ার পেছনে গত বছর কাশ্মীরে বিশেষ মর্যাদা তুলে দেওয়ার ঘটনা সম্পর্কিত বলেই মন্তব্য করেছ ‘রিপোর্টারস উইদাউট বর্ডারস।’
২০১৯- এ কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করার পর থেকেই ওই রাজ্যজুড়ে অচলাবস্থা নেমে আসে। যোগাযোগের সমস্ত মাধ্যম বন্ধ করে দেওয়া হয়৷ বন্ধ হয় ইন্টারনেট পরিষেবা। গোটা কাশ্মীর জুড়ে জারি করা হয় অনির্দিষ্ট কালের জন্য অলিখিত লকডাউন।

এই রিপোর্টে বলা হয়েছে, সাংবাদিকতার ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে। কঠিন হয়ে দাঁড়ায় কাশ্মীরের খবর গোটা দেশে স্বাধীন ভাবে প্রকাশ করা। রিপোর্টে এই ব্যাপারটির উল্লেখ আছে বিশেষ গুরুত্ব দিয়েই৷ সদ্য প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতে সাংবাদিকদের ওপর রাজনৈতিক চাপ, পুলিশি অত্যাচার দিনের পর দিন বাড়ছে৷ এর ফলে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে যথেষ্ট অসুবিধা হচ্ছে।সাংবাদিকতার ক্ষেত্রে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতিও সমানভাবে দায়ী বলে রিপোর্টে বলা হয়েছে৷

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version