সীমান্ত দিয়ে করোনা আক্রান্তদের ভারতে ঢোকাচ্ছে পাকিস্তান! চাঞ্চল্যকর দাবি কাশ্মীর পুলিশকর্তার

করোনা সঙ্কটের মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন জম্মু–কাশ্মীরের পুলিশ কর্তা দিলবাগ সিং। তাঁর দাবি, ভারতে কোভিড–১৯ সংক্রমণ আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পাকিস্তান জম্মু–কাশ্মীরে সীমান্ত দিয়ে এ দেশে কোভিড-১৯ সংক্রমিতদের ঢোকাচ্ছে।

সম্প্রতি তিনি গান্ডেরবাল জেলার একটি কোভিড–১৯ কোয়ারানটাইন সেন্টার পরিদর্শনে গিয়েছিলেন দিলবাগ সিং। এরপর তিনি চাঞ্চল্যকর দাবি করে বলেন “দিনের স্লোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। পাকিস্তান আগে কাশ্মীরে জঙ্গি পাঠাত। এখন তারা করোনা আক্রান্ত রোগীদের পাঠাচ্ছে। যাতে এই রোগ আরও ছড়িয়ে দেওয়া যায়। যা খুব উদ্বেগজনক। সকলকে খুব সতর্ক ও সচেতন থাকতে হবে”।

প্রসঙ্গত, পাক অধিকৃত কাশ্মীরের মীরপুর জেলায় ইতিমধ্যেই ৫০জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সব মিলিয়ে জম্মু–কাশ্মীরে এখনও পর্যন্ত ৪০০ জনেরও বেশি মানুষ মারণ ভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

Previous articleদেশজুড়ে সাম্প্রদায়িক কুসংস্কারের ভাইরাস ছড়াচ্ছে বিজেপি, তোপ দাগলেন সোনিয়া গান্ধী
Next articleকরোনার ধাক্কা, কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা স্থগিত জুলাই ২০২১ পর্যন্ত, জানাল অর্থমন্ত্রক