Tuesday, November 4, 2025

দেশ জুড়ে মামলা দায়ের করা হয়েছে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। যার জেরে অর্ণবের গ্রেফতারির আশঙ্কা তৈরি হয়েছে। আগেই মহারাষ্ট্রের একাধিক জেলায় অর্ণব গোস্বামীর বিরুদ্ধে আগেই পুলিশে এফআইআর দায়ের করেছিলেন যুব কংগ্রেসের নেতৃবৃন্দ।

অর্ণবের বিরুদ্ধে অভিযোগ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে লাইভ টিভি শোতে অপমান করেছেন তিনি। এদিকে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ ও জম্মু-কাশ্মীরে অর্ণবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সেই এফআইআর স্থগিতাদেশের জন্য বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আবেদন করেন অর্ণব। শুক্রবার মামলার শুনানি হওয়ার কথা আইনজীবী ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে।

যুব কংগ্রেস নেতা সত্যজিৎ তাম্বে বলেন, ক্ষমতার অপব্যবহার করে সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দেওয়া এবং মিথ্যা খবর ছড়িয়ে দেওয়ার জন্য অর্ণব গোস্বামীর বিরুদ্ধে প্রতিটি জেলার মহারাষ্ট্র পুলিশকে স্মারকলিপি দেওয়া হয়েছে। ছত্তীসগড় প্রদেশ কংগ্রেস কমিটিও একাধিক মামলা দায়ের করেছে অর্ণবের বিরুদ্ধে। এরাজ্যেও কলকাতার এন্টালি থানায় এফআইআর দায়ের করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। একই সঙ্গে
অর্ণব গোস্বামীকে গ্রেফতারির দাবি জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও। সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো, দাঙ্গায় উস্কানি দেওয়া, বিরুদ্ধ রাজনৈতিক মতের মানুষকে ব্যক্তিগত আক্রমণ করা সহ একাধিক ধারায় প্রায় হাজার খানেক মামলা দায়ের হয়েছে অর্ণবের বিরুদ্ধে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version