‘আপনি পুরোপুরি ব্যর্থ’, মুখ্যমন্ত্রীকে পাল্টা ৫ পাতারই উত্তর দিলেন রাজ্যপাল

করোনার ত্রাসে রাজ্যবাসী ভয়ে কুঁকড়ে রয়েছে তো কী হয়েছে, রাজ্যপাল- মুখ্যমন্ত্রীর ‘চিঠির লড়াই’ চলছেই৷ আর এই পত্রযুদ্ধ নিয়ে পুরোদস্তুর গরম রাজ্য রাজনীতি।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫ পাতার চিঠি দিয়েছিলেন৷ একই রাতে রাজ্যপালের কাছ থেকে উত্তরও পেলেন ৫ পাতারই৷ মুখ্যমন্ত্রীর কড়া চিঠির জবাব রাজ্যপালও দিলেন কড়া ভাষাতেই৷

পাল্টা পত্রাঘাতে জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, ”এই প্রথম আপনার মতামত জানতে পেরে আমি উপকৃত হলাম৷ সাংবিধানিকভাবে আপনি পুরোপুরি ব্যর্থ, এটা স্পষ্টভাবেই জানাচ্ছি৷ সংবিধানের আওতায় থেকে যা করার করছি আমি”। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় কোনও সাংবিধানিক পদাধিকারীর কাছ থেকে শুনলেন, ” আপনি পুরোপুরি ব্যর্থ”৷
চিঠিতে রাজ্যপাল লিখেছেন যে, মুখ্যমন্ত্রী ক্রোধের বশেই এই চিঠি লিখেছেন। করোনা পরিস্থিতিতে মানুষের স্বার্থে একসঙ্গে কাজ করার কথাও বলেছেন রাজ্যপাল৷
এদিকে, মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির পর টুইটারে রাজ্যপাল লিখেছেন,”প্রাথমিক জবাব দিয়েছি আগামিকাল সকাল ১১টায় চূড়ান্তভাবে জানাবো৷”

এর আগে, এদিন রাজ্যপালকে নজিরবিহীন ভাবে ৫ পাতার চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ”আপনার কথা বলার ভঙ্গি, শব্দচয়ন সাংবধানিক নয়। আপনি আমাকে সরাসরি আক্রমণ করেছেন। আপনি আমার অফিসকে অপমান করেছেন, আপনার মন্তব্যে আমার মন্ত্রীদের অপমানিত হয়েছে৷ আমার ও আমার মন্ত্রিসভার পরামর্শ উপেক্ষা করতেই পারেন, কিন্তু আম্বেদকরের কথা অগ্রাহ্য করা আপনার ঠিক নয়। আপনি মনে হয় ভুলে গিয়েছেন, আমি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, আর আপনি মনোনীত রাজ্যপাল”।

রাজ্যপাল এর উত্তরে বলেছেন,”সংবিধান সম্পর্কে ধারনা কম থাকার এ ধরনের মন্তব্য করা হয়েছে”৷

চিঠিতে মমতা আরও লিখেছেন, ”যে রাজ্যের রাজ্যপাল, সেই রাজ্যের সরকারের বিরুদ্ধেই আক্রমণ করছেন আপনি। আপনার মন্তব্যে আমি হতবাক হয়েছি। মৌলিক , সাংবিধানিক আচরণ কে ভাঙছেন, মানুষ তার বিচার করবেন, তাই বাধ্য হয়ে এই চিঠি প্রকাশ্যে এনেছি”।
রাজ্যপালও বলেছেন, রাজ্যবাসীর সবকিছু জানা দরকার৷ আগামীকাল চূড়ান্ত উত্তর দেব, নানা তথ্য উল্লেখ করে৷ রাজ্যবাসী অনেক কিছুই জানতে পারবেন৷

Previous articleরাজ্য আক্রান্তের সংখ্যা ১১,৪৯৪, মৃতের সংখ্যা ৪৮৫
Next articleব্রেকফাস্ট নিউজ