Thursday, August 21, 2025

করোনা পরিস্থিতিতে মাংস, ডিম খাওয়া নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে

Date:

করোনাভাইরাস সংক্রমণে আদৌ কোনও প্রাণীর যোগ আছে কিনা তা খুঁজছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মাংস, ডিমের মাধ্যমে কোভিড ১৯ সংক্রমণের কোনও সম্ভাবনা নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে

সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল একটি জৈন সংগঠন।

বিশ্ব জৈন সংগঠনের বক্তব্য, গত ৩০ মার্চ কেন্দ্রের তরফে মাংস ও ডিম খাওয়া নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে তা যুক্তিহীন। আবেদনে সংগঠন লিখেছে, “৩০ মার্চ সরকার নির্দেশিকায় উল্লেখ করেছিল মাংস ও ডিম খাওয়ায় কোনও সমস্যা নেই। এখনই এই সিদ্ধান্ত ভুল। কোভিড ১৯ সংক্রমণে প্রাণীদের কোনও ভূমিকা রয়েছে কিনা তা নিয়ে গবেষণা চলছে। স্বাদ বদলের জন্য প্রাণীহত্যার মতো বর্বর ঘটনা বেড়ে গিয়েছে। যাঁরা ডিম, মাংস খান না তাঁরা সমস্যায় পড়েছেন।” সংগঠনের বক্তব্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তের পরেই এই মর্মে নির্দেশিকা দেওয়া উচিত।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ কেন্দ্রীয় মৎস, প্রাণীজ সম্পদ ও দুগ্ধ মন্ত্রক এটি নির্দেশিকা জারি করে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়, কোভিড ১৯ সংক্রমণে ডিম ও মাংসের কোনও ভূমিকা নেই। তাই সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মিডিয়ার মাধ্যমে এই খবর প্রচার করতে হবে।

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version