লকডাউন ওঠার পর নিয়োগ উচ্চ প্রাথমিকে: পার্থ চট্টোপাধ্যায়

ফাইল চিত্র

লকডাউন ওঠার পর উচ্চ প্রাথমিকের নিয়োগ এবং কলেজের অতিথি শিক্ষকদের বিষয়ে সমাধানসূত্র বের করা হবে। এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “উচ্চ প্রাথমিকের বিষয়টি এই মুহূর্তে বিচারাধীন। বর্তমান পরিস্থিতিতে সমাধান সম্ভব না। অতিথি শিক্ষকদের ভেরিফিকেশনের কাজ অনেকটা হওয়ার পর এখন আটকে পড়েছে। কলেজগুলিকে বলা হয়েছে, যেভাবে অতিথি শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল সেভাবেই ভাতা দিতে হবে। সংকট কাটলে সমাধানসূত্র বের করা হবে। “

Previous articleঅক্সফোর্ডে মানব শরীরে করোনার ভ্যাকসিন পরীক্ষা শুরু
Next article“শুভ বুদ্ধির উদয় হোক”, মুখ্যমন্ত্রীকে বিঁধেও কিছুটা সুর নরম রাজ্যপালের