Tuesday, August 26, 2025

করোনা সংকটের মধ্যেও চিনের পাঠানো চিকিৎসা সরঞ্জাম নিয়ে অভিযোগের শেষ নেই। কোথাও টেস্টিং কিট, কোথাও পিপিই, কোথাও মাস্ক। চিনের পাঠানো সরঞ্জাম নিয়ে অভিযোগ তুলছে বিভিন্ন দেশ। উঠছে ক্ষতিপূরণের দাবিও। চিনের পাঠানো ১০ লক্ষ কেএন ৯৫ মাস্ক সঠিক গুণমানসম্মত নয় বলে এবার অভিযোগ করল কানাডা। সেদেশের জনস্বাস্থ্য সংস্থার মুখপাত্র এরিক মরিসেট জানিয়েছেন, চিন থেকে আসা মাস্ক আদৌ যথাযথ মানের নয়। তাই দেশের স্বাস্থ্যকর্মীদের সেগুলি ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি এক বিবৃতিতে বলেন, এখনও পর্যন্ত পিএইচএসি প্রায় ১০ লক্ষ কেএন ৯৫ ত্রুটিযুক্ত বলে চিহ্নিত করেছে। চিনা মডেলের এই কেএন ৯৫ মাস্ক এন ৯৫ এর অনুরূপ, যা করোনার বিরুদ্ধে লড়াই চালানো চিকিৎসক, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীদের রক্ষার জন্য ব্যবহৃত হয়।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের পর বিশ্বজুড়েই মাস্ক, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এবং টেস্টিং কিট-এর সংকট দেখা দিয়েছে। করোনা মোকাবিলায় ইতিমধ্যে চিন সফল। তারা এখন অন্যান্য দেশে করোনা মোকাবিলার সরঞ্জাম পাঠাচ্ছে। কিন্তু চিনের দেওয়া এসব সরঞ্জাম ত্রুটিপূর্ণ বলে বারবার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে চিন থেকে কেনা মাস্ক ফেরত পাঠিয়েছে স্পেন, নেদারল্যান্ডস, তুরস্ক এবং অস্ট্রেলিয়া।

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version