Friday, November 14, 2025

ভিন রাজ্যে আটকে থাকা সন্তানদের ফেরাতে মন্ত্রীর কাছে আর্জি অভিভাবকদের

Date:

মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ট্রেনিং নিতে কোচবিহার থেকে যাওয়া ২৫-৩০ জন ছাত্র-ছাত্রী রাজস্থানের কোটা শহরে আটকে আছেন। শনিবার, সেই পড়ুয়াদের সরকারি তত্ত্বাবধানে রাজ্যে ফিরিয়ে আনার আবেদন জানাতে জেলাশাসকের দফতরে উপস্থিত হন অভিভাবকদের একাংশ। সেখানে তখন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অভিভাবকরা তাঁকে জানান, রাজস্থানের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন আগেই এই ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। অন্যান্য রাজ্য থেকে রাজস্থান এ পড়তে যাওয়া পড়ুয়ারা ইতিমধ্যে ফিরে গিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনা হয়নি। কোচবিহার থেকে প্রায় ৩০ থেকে ৩৫ জন ছাত্র-ছাত্রী এই মুহূর্তে রাজস্থানে আটকে রয়েছে।

এমনিতেই রাজস্থানে করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে লাল সতর্কতার মধ্যে রয়েছে। এই ছাত্রছাত্রীদের পর্যাপ্ত খাবার নেই। নেই অর্থও। এই পরিস্থিতিতে দ্রুত তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন অভিভাবকরা। অভিভাবক অপূর্ব হোমরায় বলেন, “সরকার উদ্যোগ না দিলে আমরা ব্যক্তিগতভাবে তাঁদের ফিরিয়ে আনতে পারি। সেক্ষেত্রেও সরকারি অনুমোদন দরকার”। পাশাপাশি, তিনি দাবি করেছেন ট্রেনের ব্যবস্থা না হলে বিশেষ বিমানে যেন তাদের সন্তানদের ফিরিয়ে আনা হয়।
এই বিষয়ে জেলাশাসকের দফতরে উপস্থিত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, এই মুহূর্তে ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার বিষয়ে কোনও নেতা-মন্ত্রী সিদ্ধান্ত নিতে পারবেন না। প্রশাসনের তরফে যদি কোনও সিদ্ধান্ত হয় তবে সেটা সফল হতে পারে। পাশাপাশি তিনি বলেন, “বর্তমান পরিস্থিতির নিরিখে ছাত্রছাত্রীরা যেখানে রয়েছেন, সেখানেই সুরক্ষিত থাকুন”।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version