কেন্দ্রের নয়া নির্দেশে কোন কোন দোকান খোলা যাবে

১. শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্ট আইনে যারা রেজিস্টার্ড তারা যদি কোনও রেসিডেন্সিয়াল এলাকা ও বাজার এলাকায় হয় তাহলে দোকান খোলা যাবে

২. পুরসভা এবং পুরসভা এলাকার বাইরের দোকানও খোলা যাবে

৩. পাড়ার মধ্যে যদি কোনও দোকান থাকে, তবে সেই দোকান খোলা যাবে

৪. গ্রামীণ এলাকায় রেজিস্ট্রেশন রয়েছে এমন দোকান খোলা যাবে

৫. রেসিডেন্সিয়াল এলাকার দর্জির দোকান খোলা যাবে

৬. সেলুন খোলা যাবে, তবে সেই সেলুন বাজার এলাকার মধ্যে হলে খোলা যাবে না

৭. দোকান খোলা হবে সেখানে ৫০% কর্মচারী নিয়ে কাজ করতে হবে

৮. শহরে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা যাবে। কিন্তু সেগুলি যেন বসতি এলাকা এবং বাজার এলাকার বাইরে হয়

৯. পুরো এলাকার মধ্যে থাকা বাজার খোলা যাবে

Previous articleকোন্নগরের সব বাজার বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের
Next articleকেন্দ্রের নিষেধাজ্ঞায় যে সব দোকান বা প্রতিষ্ঠান বন্ধ থাকবে