রাজ্যের কাছে চারটি চিঠির কোনও উত্তর না পেলেও রবিবার সকালে ফের রাস্তায় কেন্দ্রের প্রতিনিধিদল। এদিন প্রতিনিধিদল যায় খিদিরপুর ও বেহালা এলাকায়। সেখানে গাড়ি নিয়ে হাজির হতেই প্রতিনিধি দল বাজারে ও রাস্তায় ভিড় দেখতে পান। তাঁরা ছবি তোলেন, ভিডিও করেন। কয়েকজন নেমে কথাও।বলেন সাধারণ মানুষের সঙ্গে।
