Monday, November 17, 2025

করোনা আক্রান্ত খোদ স্বাস্থ্যকর্তার মৃত্যুকেও কি এবার কো-মরবিডিটি বলে চালানো হবে, উঠছে প্রশ্ন

Date:

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তদের মৃত্যুর সংখ্যা নিয়ে শুরু থেকেই অভিযোগ বিস্তর। ভারতের অন্য রাজ্য তো বটেই, গোটা পৃথিবীতেই কো-মরবিডিটিযুক্ত রোগীর করোনা সংক্রমণ ঘটলে এবং তারপর মৃত্যু হলে সেই মৃত্যুকে কোভিডে মৃত্যু বলেই ধরা হচ্ছে। একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, যেখানে বহুক্ষেত্রে করোনাযুক্ত মৃত্যুকে আলাদাভাবে দেখিয়ে জনমনে সংশয় তৈরি করা হয়েছে। শনিবার পর্যন্ত এরাজ্যে ৫৭টি করোনাযুক্ত মৃত্যু হলেও বলা হয়েছে, কোভিডে মৃত ১৮ জন আর অন্য কারণে মৃত ৩৯ জন। সর্বশেষ, করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন রাজ্যের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা । শনিবার গভীর রাতে। তিনি সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৭ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে তাঁর। বেশ কয়েকদিন বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসা চলার পর অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মাস আটেক আগে হৃদরোগের জন্য এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছিল। এই স্বাস্থ্য অধিকর্তার অত্যধিক মাত্রায় সুগার এবং হাইপারটেনশন ছিল বলেও জানা গেছে। এরপর তাঁর মৃত্যুর কারণ হিসাবে বহুবিতর্কিত রাজ্যের করোনা অডিট কমিটি কোন কারণ চিহ্নিত করে সেটাই দেখার।

এদিকে রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪০ জন। কেন্দ্রের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৬১১।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version