Monday, May 12, 2025

করোনা আক্রান্ত খোদ স্বাস্থ্যকর্তার মৃত্যুকেও কি এবার কো-মরবিডিটি বলে চালানো হবে, উঠছে প্রশ্ন

Date:

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তদের মৃত্যুর সংখ্যা নিয়ে শুরু থেকেই অভিযোগ বিস্তর। ভারতের অন্য রাজ্য তো বটেই, গোটা পৃথিবীতেই কো-মরবিডিটিযুক্ত রোগীর করোনা সংক্রমণ ঘটলে এবং তারপর মৃত্যু হলে সেই মৃত্যুকে কোভিডে মৃত্যু বলেই ধরা হচ্ছে। একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, যেখানে বহুক্ষেত্রে করোনাযুক্ত মৃত্যুকে আলাদাভাবে দেখিয়ে জনমনে সংশয় তৈরি করা হয়েছে। শনিবার পর্যন্ত এরাজ্যে ৫৭টি করোনাযুক্ত মৃত্যু হলেও বলা হয়েছে, কোভিডে মৃত ১৮ জন আর অন্য কারণে মৃত ৩৯ জন। সর্বশেষ, করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন রাজ্যের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা । শনিবার গভীর রাতে। তিনি সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৭ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে তাঁর। বেশ কয়েকদিন বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসা চলার পর অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মাস আটেক আগে হৃদরোগের জন্য এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছিল। এই স্বাস্থ্য অধিকর্তার অত্যধিক মাত্রায় সুগার এবং হাইপারটেনশন ছিল বলেও জানা গেছে। এরপর তাঁর মৃত্যুর কারণ হিসাবে বহুবিতর্কিত রাজ্যের করোনা অডিট কমিটি কোন কারণ চিহ্নিত করে সেটাই দেখার।

এদিকে রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪০ জন। কেন্দ্রের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৬১১।

Related articles

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...
Exit mobile version