Thursday, May 15, 2025

করোনা আক্রান্ত খোদ স্বাস্থ্যকর্তার মৃত্যুকেও কি এবার কো-মরবিডিটি বলে চালানো হবে, উঠছে প্রশ্ন

Date:

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তদের মৃত্যুর সংখ্যা নিয়ে শুরু থেকেই অভিযোগ বিস্তর। ভারতের অন্য রাজ্য তো বটেই, গোটা পৃথিবীতেই কো-মরবিডিটিযুক্ত রোগীর করোনা সংক্রমণ ঘটলে এবং তারপর মৃত্যু হলে সেই মৃত্যুকে কোভিডে মৃত্যু বলেই ধরা হচ্ছে। একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, যেখানে বহুক্ষেত্রে করোনাযুক্ত মৃত্যুকে আলাদাভাবে দেখিয়ে জনমনে সংশয় তৈরি করা হয়েছে। শনিবার পর্যন্ত এরাজ্যে ৫৭টি করোনাযুক্ত মৃত্যু হলেও বলা হয়েছে, কোভিডে মৃত ১৮ জন আর অন্য কারণে মৃত ৩৯ জন। সর্বশেষ, করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন রাজ্যের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা । শনিবার গভীর রাতে। তিনি সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৭ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে তাঁর। বেশ কয়েকদিন বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসা চলার পর অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মাস আটেক আগে হৃদরোগের জন্য এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছিল। এই স্বাস্থ্য অধিকর্তার অত্যধিক মাত্রায় সুগার এবং হাইপারটেনশন ছিল বলেও জানা গেছে। এরপর তাঁর মৃত্যুর কারণ হিসাবে বহুবিতর্কিত রাজ্যের করোনা অডিট কমিটি কোন কারণ চিহ্নিত করে সেটাই দেখার।

এদিকে রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪০ জন। কেন্দ্রের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৬১১।

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version