লকডাউন ভঙ্গকারীদের জন্য লম্বা ‘সাঁড়াশি’ বানিয়ে ফেলল পুলিশ

দেশে হু-হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবুও ভয় নেই কিছু মানুষের মধ্যে। লকডাউনের মাঝেই বাইরে বেড়চ্ছে তারা। প্রশাসনের তরফ থেকে বারবার সতর্ক করা সত্তেও কোনও ফল মেলেনি। রক্ষাকর্তা অর্থাৎ পুলিশ একের পর এক কৌশল বের করেই যাচ্ছে। কিন্তু কার কথা কে শোনে। লকডাউন চলছে প্রায় এক মাস। কিছু কিছু সাধারন মানুষ কোন মতেই মেনে চলছে না সোশ্যাল ডিসট্যান্সিং বা সামাজিক দূরত্ব।

ফের আরও একবার পুলিশ লকডাউন ভঙ্গকারীদের জন্য বের করল নতুন কৌশল। এই ঘটনা চণ্ডীগড়ের। তাঁরা বানালেন একটি ৫ ফুটের মেটালের সাঁড়াশি। আর সামাজিক দূরত্ব বজায় রাখতে সেই সাঁড়াশি দিয়েই অপরাধীদের ঘায়েল করতে চলেছেন তাঁরা। লম্বা দণ্ডটির মাথায় রয়েছে আঁকশি। দন্ডের হাতলের কাছে রয়েছে আঁকশি খোলা বন্ধ করার একটি যন্ত্র। কোনও ব্যক্তিকে পাকরাও করলে বন্ধ হয়ে যায় আঁকশিটি, আবার ছেড়ে দিলে মুক্ত হয় সেটি।

এবার সামাজিক দৃরত্ব বজায় রাখতে পুলিশের এই অভিনব কৌশলের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Corona update
Previous articleনিজামুদ্দিন ফেরতদের কোয়ারেন্টাইন সেন্টার থেকে বাড়ি পাঠাচ্ছে রাজ্য
Next article২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৮১১