এবার আত্মহত্যা করলেন কোভিড-১৯ চিকিৎসাধীন এক রোগী। কর্ণাটকের ভিক্টোরিয়া হাসপাতালে আত্মহত্যা করেন ওই রোগী। আজ, সোমবার সকালে বছর পঞ্চাশের ওই রোগী ভিক্টোরিয়ার ট্রমা সেন্টার বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

হাসপাতাল সূত্রে খবর, ওই রোগী গত ২৪ এপ্রিল ভর্তি হন। তাঁর নিউমোনিয়া, হাইপারটেনশন ছাড়াও গুরুতর কিডনির সমস্যা ছিল। তাঁকে নিয়মিত ডায়ালিসিস করাতে হয়। করোনায় আক্রান্ত হওয়ার জন্য অবসাদেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।