রাজ্যের সাংবাদিকদের কোভিড-১৯ পরীক্ষার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে তিনি জানান, প্রয়াত চিত্রসাংবাদিক রনজয় রায়ের মৃত্যুতে তিনি শোকাহত। তাঁর পরিবারকে প্রয়োজনীয় সাহায্য করবে সরকার। এছাড়া সাংবাদিকদের করোনা পরীক্ষার কথাও তিনি বলেন। পিজিতে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক সাংবাদিকের পরীক্ষা করা হবে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে নেবে প্রেস ক্লাব।
