বাড়িতে থেকেও চিকিৎসা করাতে পারেন করোনা আক্রান্ত রোগী, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

করোনা চিকিৎসায় বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী জানান, কোন করোনা আক্রান্ত রোগী বাড়িতে থেকে চিকিৎসা করতে চাইলে করতে পারেন৷ টেলিমেডিসিনের মাধ্যমে বাড়িতেই হবে তাঁর চিকিৎসা৷

হোম কোয়ারেন্টাইনটা সবচেয়ে ভালো৷ লক্ষ লক্ষ মানুষকে কোয়ারেন্টাইন করা যায় না৷
সরকারেরও সীমাবদ্ধতা আছে৷
মুখ্যমন্ত্রীর বলেন,
যাঁর থাকার জায়গা আছে, ঘর আছে, তাঁর করোনা হলে, নিজের বাড়িতেই আইসোলেশনে থাকতে পারেন৷
“ঘরে থাকলে নিজের মতো ভাল থাকতে পারবেন৷ সারা পৃথিবীতে এমনটাই চলছে” বলে জানান মমতা।
একটা ঘরে ১০ জন থাকলে, তাঁদের জন্য সরকার ব্যবস্থা করবে।
সবার জন্য করতে পারে না সরকার৷
বাড়িতে থাকলে কী কী মেনে চলা দরকার, তার একটা গাইডলাই দিয়ে দেবে সরকার৷

Previous articleলকডাউন আর সব দোকান খোলা একসঙ্গে চলতে পারে না: কেন্দ্রের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর
Next articleরাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় কমিটি গঠন, থাকছেন 4 মন্ত্রী