দশটি প্রজাতিতে রূপান্তর ঘটেছে করোনার?

দশটি ভিন্ন প্রজাতিতে রূপান্তরিত হয়েছে করোনাভাইরাস। যার মধ্যে A2a হল সারা বিশ্বে সবথেকে বেশি সংক্রমিত হয়েছে। কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিকাল জিনোমিক্সের নিধন বিশ্বাস এবং পার্থ মজুমদারের এই গবেষণা করেছেন। যা প্রকাশিত হতে চলেছে ভারতের মেডিকেল রিসার্চ জার্নালে।

A2a করোনাভাইরাসটি মানুষের ফুসফুসের কোষগুলিতে প্রবেশ করে। যা দ্রুত প্রভাব ফেলতে পারে মানবদেহে।গবেষক পার্থ মজুমদার জানান, বাঁচার জন্য ভাইরাস অন্যান্য প্রাণীকে সংক্রামিত করে ও ছড়িয়ে পড়ে। মানব দেহে প্রবেশের পর ভাইরাসের দক্ষতা বাড়ে। এই ধরনের মিউট্যান্ট ভাইরাসগুলি সংক্রমণ কখনও কখনও সম্পূর্ণরূপে ভাইরাসটির মূল ধরণের প্রতিস্থাপন করে।

Previous articleরাজ্যপাল এটা কী করছেন? এতো সীমাহীন বাড়াবাড়ি, কুণাল ঘোষের কলম
Next articleবসে শুনলেন? ইমরান কী মেরুদণ্ড বন্ধক দিয়েছেন!