Saturday, December 6, 2025

রাজ্যে করোনা- আক্রান্তকে বাড়িতে রেখে চিকিৎসা করানো যাবেনা, বিভ্রান্তি দূর করতে ফের নির্দেশিকা

Date:

Share post:

ফের রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকা !

করোনা ভাইরাস পজিটিভ রোগীকে বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হবে৷

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করার পর সর্বস্তরে নানা বিতর্ক তৈরি হয়৷ প্রশ্ন ওঠে, করোনা-চিকিৎসার পরিকাঠামো কি রাজ্য নেই ?
রাজ্য সরকার কি তা হলে এবার করোনা হলে সরকার বাড়িতেই থাকতে বলছে?

এই ধরনের প্রশ্ন ওঠার পর ফের নির্দেশিকা জারি করতে হলো রাজ্য স্বাস্থ্য দফতরকে৷ এখানে বলা হয়েছে, করোনা পজিটিভি রোগীকে হাসপাতালেই এনে চিকিত্‍সা করা হবে৷ এবং তা আবশ্যিক৷

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘নিজের বাড়িতেই হোম কোয়ারেন্টিন করতে পারবেন । তাঁকে তুলে আনতে হবে না। যাঁদের আশ্রয় রয়েছে, বাড়ি রয়েছে, তাঁদের কারও করোনা হলে, বাড়িতেই কোয়ারেন্টাইন করে রাখা যাবে। হোম কোয়ারেন্টাইন সবচেয়ে ভাল মডেল। সকলেই চান নিজের বাড়িতে থাকতে। ফলে যদি কেউ মনে করেন, তা হলে তাঁরা বাড়ি থেকে চিকিৎসা করতে পারবেন। স্বাস্থ্য় দফতর গোটাটা মনিটারিং করবে। টেলিমেডিসিনের মাধ্য়মে বাড়িতেই চিকিৎসা হতে পারে৷’

মুখ্যমন্ত্রীর ওই বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় সোমবার রাতেই জারি করা স্বাস্থ্য দফতরের নোটিসে বলা হয়েছে, করোনা পজিটিভ রোগীর প্রাইমারি বা সেকেন্ডারি কনট্যাক্টকেই শুধু মাত্র হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিত্‍সা করা যাবে৷ যদি সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে পর্যাপ্ত জায়গা বা ঘর থাকে৷ তা হলে সরকারি কোয়ারেন্টাইনে না-রেখে তাঁকে বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রাখা হবে৷ সামাজিক দূরত্ব, মাস্কের ব্যবহার সহ যাবতীয় পরামর্শও মানতে হবে ওই ব্যক্তিকে৷ নোটিসে আরও বলা হয়েছে, হোম কোয়ারেন্টাইনে থাকলেও, সংশ্লিষ্ট ব্যক্তির শারীরিক অবস্থা স্বাস্থ্য দফতর মনিটরিং করবে, প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থাও নেবে স্বাস্থ্য দফতর৷

spot_img

Related articles

হাসপাতালের বেডে শুয়ে সন্তানের অপেক্ষায় সোনালি: প্রকাশ করলেন সুপ্ত ইচ্ছা

শুক্রবারই ভারতে ফিয়ে নিয়ে আসা হয়েছে অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং তাঁর ৮ বছর বয়সী ছেলেকে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে...

কার্ল মার্ক্সের শিষ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়! মেয়ো রোডের মঞ্চ থেকে অভিনব খোঁচা কল্য়াণের

বাংলার দক্ষ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্য়ায় একদিকে যেমন বাংলার শান্তি সম্প্রীতি রক্ষায় নিজে সচেষ্ট। তেমনই তাঁর সৈনিকেরাও শান্তি-সম্প্রীতি রক্ষার...

বকেয়া নিয়ে সংসদে ভুল বোঝাচ্ছে কেন্দ্র: দিল্লিতে সরব দুই ডেপুটি লিডার

শুধুমাত্র বাংলা বিরোধী জমিদারি চালে বাংলার প্রাপ্য দিতে নারাজ কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসও ছেড়ে...

বাস্তবিক সর্বধর্ম সমন্বয়ের বার্তা: মেয়ো রোড থেকে বিভাজনের বিরুদ্ধে সরব তৃণমূল

দেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন ৬ ডিসেম্বর। প্রতিবছর বাংলার শাসকদল তৃণমূলের তরফে এই দিনটি সংহতি দিবস হিসাবে সম্প্রীতি...