মাত্র ৫ সেকেন্ডে করোনা ভাইরাসের হদিশ দেবে ভারতীয় অধ্যাপকের তৈরি সফটওয়্যার!

আপনার শরীরে নরখাদক কোভিড-১৯ ভাইরাস বাসা বেঁধেছে কি না, তা নির্ণয়ে সফটওয়্যার তৈরি করার দাবি করলেন উত্তরাখণ্ডের রুরকির এক অধ্যাপক। ওই অধ্যাপকের দাবি, এক্স রে স্ক্যানের সাহায্যে নাকি মাত্র ৫ সেকেন্ডে কোনও মানুষের শরীরে করোনা আছে কি না, তা জানা যাবে।

কমল জৈন নামে ওই অধ্যাপক ৪০ দিনের চেষ্টায় সফটওয়্যারটি তৈরি করেছেন। পেটেন্টেরও দাবি করেছেন তিনি। আইসিএমআর-কে ওই সফটওয়্যার পরীক্ষা করে দেখতেও অনুরোধ করেছেন। কমল জৈনের দাবি, তাঁর সফটওয়্যার ব্যবহারে খরচও কমবে, আবার স্বাস্থ্যকর্মী-সহ কোভিড চিকিৎসার সঙ্গে যুক্তদের ঝুঁকিও কমাবে অনেকাংশে।

Previous articleরাজ্যে করোনা- আক্রান্তকে বাড়িতে রেখে চিকিৎসা করানো যাবেনা, বিভ্রান্তি দূর করতে ফের নির্দেশিকা
Next articleমার্কিন মুলুকে অব্যাহত মৃত্যুমিছিল, মৃতের সংখ্যা ৫৬ হাজার ১৪৪