করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হলো আরও এক চিকিৎসকের৷ প্রয়াত চিকিৎসক অস্থিরোগ বিশেষজ্ঞ ছিলেন। সোমবার রাত ৮টা নাগাদ বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দিন সাতেক আগে এই চিকিৎসকের দেহে করোনার উপসর্গ ধরা পড়ে। পরীক্ষায় জানা যায় তিনি করোনা- আক্রান্ত। এরপরই তাঁকে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু তাঁর অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। শেষপর্যন্ত ভেন্টিলেশনেও ছিলেন তিনি। তবে এই মৃত্যু করোনাতেই কি না, তা এখনও জানায়নি স্বাস্থ্য দফতর।


