দু’দলে ভাগ হয়ে পাহাড় ও সমতলে পর্যবেক্ষণ কেন্দ্রীয় প্রতিনিধিদের

দুটো দলে ভাগ হয়ে মঙ্গলবার সকালে উত্তরবঙ্গে ঘুরলেন দিল্লি থেকে আসা প্রতিনিধি দলের সদস্যরা। একটি দল শিলিগুড়ি থাকে, অন্য দল দার্জিলিং যায়।এদিন প্রথম দার্জিলিঙে যান প্রতিনিধিরা। পাহাড়ে গিয়ে তাঁরা বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান। সবজি বাজারে গিয়েও কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিনীত যোশী জানান, “এখানে প্রচুর মানুষ মাস্ক,স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে না। আমরা সকলকে তা ব্যাবহার করার জন্য অনুরোধ করলাম। পাশাপাশি লকডাউনও আমরা পর্যবেক্ষণ করলাম।আমরা এই রিপোর্ট জমা দেব সরকারের কাছে”। পাহাড়েও তাঁদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনও প্রতিনিধি ছিল না। তবে তাঁরা নিজেরাই বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা, বাজার ঘুরে দেখেন। বুধবার এই দলের কলকাতায় ফিরে যাওয়ার সম্ভবনা রয়েছে।

Corona update
Previous articleমুখ্যমন্ত্রীর সুরেই প্রতিবাদী ডাক্তাররা, হঠকারী আচরণের অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে
Next articleকোচবিহারে ৪০০ দুঃস্থ পরিবারের হাতে ত্রাণ