করোনা আক্রান্ত হয়ে আমেরিকায় একটি বৃদ্ধাবাসে মৃত্যু হলো ৭০ জন বৃদ্ধের৷ ঘটনাটি ঘটেঠে ম্যাসাচুসেটসের একটি বৃদ্ধাবাসে। হোলিইয়োক সোলজার নামে ওই বৃদ্ধাবাসে ২৩০ জনের বাস।

জানা গিয়েছে, মার্চ মাসে প্রথম সংক্রমণ দেখা যায়। বেশিরভাগের শরীরেই জ্বর ছিল। তবে সে সময় কেন চিকিৎসার ব্যবস্থা করা হয়নি তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। বৃদ্ধাবাসের আরও ৮৩ জন আবাসিক ও ৮১ জন কর্মী সকলেই করোনা পজিটিভ বলে জানা গিয়েছে। হোমের সুপারিনটেডেন্ট কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷

হোমের নার্স জোয়ান মিলার বলেন, কর্মী সংখ্যা কম থাকায় সংক্রমণ তাড়াতাড়ি ছড়িয়েছে। কর্মী সংকট ছিল যে এক ইউনিটের কর্মীরা অন্য ইউনিটে যেতে বাধ্য হচ্ছিলেন। কে করোনা পজিটিভ আর কে নয় জানা সম্ভব হয়নি।
