ভিন রাজ্যে আটকে থাকাদের ঘরে ফিরতে সবুজ সংকেত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

দেশের বিভিন্নপ্রান্তে আটকে থাকা পড়ুয়া, তীর্থযাত্রী, পরিযায়ী শ্রমিক, পর্যটক-সহ অন্যান্যদের, যারা লকডাউনের জন্য ভিনরাজ্য আটকে আছেন, তাদের নিজেদের রাজ্যে ফেরার ব্যাপারে সবুজ সংকেত দিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এক নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক দেশের সব রাজ্য সরকারকে বলেছে, আটকে থাকা সবাইকে নিজেদের রাজ্যে ফেরাতে হবে বিধি মেনে৷ এদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে দু’দফায়, যাত্রা করার আগে এবং নির্দিষ্ট রাজ্যে পৌঁছানোর পর৷ রাজ্যে প্রবেশের পর এদের হোম অথবা সরকারি কোয়ারান্টাইনে রাখতে হবে৷ স্যানিটাইজ করা বাসে এদের নিয়ে যেতে হবে৷ এছাড়া, এই বিষয়টি নজর রাখার জন্য নোডাল অফিসার নিয়োগ করতে হবে, সেই অফিসার ভিন রাজ্যের নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ রাখবে৷

 

Previous articleকরোনাকে হারিয়ে ঘরে ফেরা, করতালি দিয়ে স্বাগত বৃদ্ধাকে
Next articleএক বৃদ্ধাবাসে ৭০ করোনা আক্রান্তের মৃত্যু