মুখ্যমন্ত্রী বুধবার বলেছেন:” বেসরকারি হাসপাতাল যেন রুগী না ফেরায়। 51 টি বেসরকারি হাসপাতাল রাজ্য করোনা চিকিৎসায় নিয়েছে। এখানে সব খরচ রাজ্য সরকার দেবে। কিন্তু বাকি হাসপাতালগুলোও চিকিৎসা করুক। করোনা ছাড়া অন্য রোগও তো আছে। তার স্বাভাবিক চিকিৎসায় যেন ত্রুটি না হয়।”
