মুখ্যমন্ত্রী বুধবার বলেছেন,” অডিট কমিটি আমি করি নি। সচিবরা বিষয়টি জানেন। তাঁরা করেছেন।” তিনি বলেন,” অনেকে না জেনে কথা বলছেন। আমরা প্রাথমিক চিকিৎসা বা সন্দেহজনকদের পর্যবেক্ষণটা বাড়িতে করতে বলেছিলাম। তা নিয়ে কত কথা। পরে তো কেন্দ্রীয় সরকারও একই কথা বলল।”
