উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসলেন চিকিৎসকরা। বুধবার উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সুশান্ত রায় পূর্ত দফতরের বাংলোতে আইএমএ সহ মেডিক্যালের চিকিৎসকদের নিয়ে বৈঠকে বসেন।

আলোচনা শেষে তিনি জানান, “উত্তরবঙ্গের পরিস্থিতি খুব ভালো রয়েছে। একজনের থেকেই সংক্রমণ হয়। নতুন করে সংক্রমণ হয়নি। তবে বাইরে থেকে যেভাবে পড়ুয়া সহ শ্রমিকরা ঢুকছেন তা নিয়ে চিন্তার কারণ আছে। তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হলে ভালো হয়।” সরকারের সঙ্গে এ বিষয়ে কথাবার্তাও হয়েছে বলে জানান তিনি। চিকিৎসকদের বলে দেওয়া হয়েছে তাঁদের ভূমিকা কী থাকবে।
