লকডাউনে স্কুল বন্ধ আর বাড়িতে খাবারের অভাব। তাই সাইকেলে করে সবজি নিয়ে গ্রামে গ্রামে ফেরি করে বেড়াচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্র জলিল। এই চিত্র ধরা পড়ল সাগরদীঘি এলাকায়। ওই স্কুল পড়ুয়ার বাবা লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন। বাড়িতে খাদ্যের সঙ্কট। সেই কারণে সাইকেলে করে আজিমগঞ্জ সবজি বাজার থেকে সবজি নিয়ে সাগরদিঘির বিভিন্ন গ্রামে গিয়ে বিক্রি করছে জালিল।
